Home চট্টগ্রাম টিসিবি’র ট্রাকসেল: দু’ঘণ্টায় সব বিক্রি

টিসিবি’র ট্রাকসেল: দু’ঘণ্টায় সব বিক্রি

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি ) পেঁয়াজ, তেল, ডাল ও চিনি বিক্রি করে থাকে। সাশ্রয়ী ও নির্ধারিত মূল্যে টিসিবি এসব পণ্য বিক্রি করে। জামাল খান সড়কে টিসিবির পণ্যবাহী ট্রাক আসলে ক্রেতাসাধারণ হুমড়ি খেয়ে পড়েন।

বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর ) দুপুরে এখানে টিসিবির পণ্যবাহী ট্রাকের সামনে দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ লাইন। সেখানে দাড়িয়ে থাকাদের একজন গোপাল চন্দ্র বণিক। বললেন, বাজারের তুলনায় এখানে কম দামে মশুর ডাল, তেল, চিনি, পেঁয়াজ পাওয়া যায়। তাছাড়া এখানের মশুরের ডাল ভালো মানের। তাই এখান থেকে  ক্রয় করি।

টিসিবির ডিলার লাকী স্টোরের তাপস চৌধুরী বলেন, আমরা নির্দিষ্ট পরিমাণে পণ্য বিক্রয় করি প্রতিদিনি। ডাল, চিনি, পেঁয়াজ এবং সয়াবিন তেল বিক্রি করা হয়।

মশুরের কেজি ৫০ টাকা, চিনির কেজি ৫০ টাকা,পেঁয়াজের কেজি ৩০ টাকা , সয়াবিন তেলের লিটার ৮০ টাকা । ৫৮০ টাকার মধ্যে আমাদের প্যাকেজে রয়েছে ডাল ১ কেজি, চিনি ২কেজি, পেঁয়াজ ১ কেজি এবং তেল ৫ লিটার ।

কোন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার থেকে ৫ লিটার সয়াবিন,২ কেজি চিনি, এক কেজি পেঁয়াজ এবং এক কেজি ডাল কিনতে পারেন।

তিনি আরো বলেন, প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা করে আমরা বিক্রয় করি। এক ট্রাকে ৮৫ হাজার থেকে প্রায় ১ লাখ টাকার পণ্য থাকে। জামালখান এলাকায় ২ ঘন্টার মধ্যে পণ্য সাধারণত সব পণ্য বিক্রি হয়ে যায়।