*চিন্তার ভাঁজ স্বল্প আয়ের মানুষের কপালে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কয়েক মাস ধরে তেল, ডাল ও চিনির দাম বাড়তি থাকায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ ঝুঁকছে টিসিবির (বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্যে। তবে আজ বুধবার (১৭ জুন) শেষ হয়ে যাচ্ছে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এ অবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে স্বল্প আয়ের মানুষের কপালে।
নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে গত ৬ জুন থেকে নগরের ২১টি পয়েন্টে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।
টিবিসির দেওয়া সাশ্রয়ী দামে ডাল, সয়াবিন তেল ও চিনি কিনতে প্রতিদিন ট্রাকের সামনে নারী-পুরুষের লম্বা লাইন বাড়ছিলো। ট্রাক আসার আগেই অনেকে এসে ভিড় জমান লাইনে দাঁড়াতে। বাজার ঘুরে দেখা যায়, চিনি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়, মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়, সয়াবিন তেল প্রতিলিটার বিক্রি হচ্ছে ১৫৩ টাকা দরে।
অথচ একই পণ্য টিসিবি বিক্রি করছে ১০-১৫ টাকা কমে। চিনি ও মসুর ডাল কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল লিটার ১০০ টাকা। অর্থাৎ বাজারের চেয়ে কেজিতে ১০-১৫ টাকা কমে মসুর ডাল ও চিনি এবং লিটারে ৪০-৫০ টাকা কমে মিলছে সয়াবিন তেল।
হালিশহরে টিবিসির পণ্য কিনতে আসা কলেজ শিক্ষিকা শাহানাজ বেগম বিজনেসটুডে২৪ কে বলেন, বাজারে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম বেশ চড়া। টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হয়। তাই একটু কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে এখান থেকে পণ্য কিনি।
টিসিবি জানায়, প্রতিটি ট্রাকে প্রতিদিন সয়াবিন তেল, চিনি, মসুর ডাল মিলিয়ে ১ হাজার কেজি পণ্য দেওয়া হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলতো এই কার্যক্রম। প্রতিদিন সকাল ১০টা প্রতিটি পয়েন্টে বিক্রয় কার্যক্রম শুরু হতো।
আজ শেষদিনে চকবাজার ধুনীরপুল, জামালখান মোড়, আন্দরকিল্লা, মুরাদপুর, ২ নম্বর গেট, চান্দগাঁও, কাটগড়, স্টিলমিল বাজার, ইপিজেড থানার সামনে, বন্দর থানার সামনে, আগ্রাবাদের হোটেল সাংরিলার সামনে, চট্টগ্রাম আদালতের সামনে, আলকরণ, নিউমার্কেট মোড়, বিবিরহাট, উত্তর কাট্টলী, হালিশহরে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান কর্মকর্তরা।
বন্দর থানার সামনে টিসিবির পণ্য কিনতে আসা আরিফ মাহমুদ বলেন, গাড়ি আসার এক ঘণ্টা আগে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকি। আমার মতো এমন অনেকেই এত কষ্ট করেন কিছু টাকা সাশ্রয়ের জন্য।কিন্তু আজকেই এই কার্যক্রম শেষ তাই মন খারাপ।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন বিজনেসটুডে২৪কে বলেন, রমজানের পর ৬ জুন থেকে নগরের ২১টি পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছি। আজ ১৭ জুন এই বিক্রি কার্যক্রম শেষ হচ্ছে। ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি।
এদিকে স্বল্প আয়ের মানুষরা চাইছেন ট্রাকে করে টিসিবির এই পণ্য বিক্রির প্রক্রিয়া চলমান থাকুক। এই বিষয়ে তিনি বলেন, ঈদকে সামনে রেখে অতি শীগ্রই আবারও এই কার্যক্রম চালু করা হবে।