বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রংপুরে ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে থেকে উদ্ধারের পর এবার পাওয়া গেল মুকসুদপুর ও বাগেরহাটে।
গোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির তেলসহ ডিলার ও দোকানদারকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। আটককৃতরা হলো উপজেলার পাথরাইল গ্রামের নিলু সরদার (৪০) ও দোকানদার কমলাপুর গ্রামের কুমারেশ রাহা (৪২)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা সদর বাজার পোস্ট অফিস রোড থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লিটারের ৯৮ বোতল তেলসহ তাদের আটক করা হয়।
বাগেরহাটের চিতলমারীতে একটি দোকান থেকে ৯২ লিটার তেল জব্দ করা হয়েছে। এই তেল সংরক্ষণে রাখার অপরাধে আবির স্টোরের মালিক কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, টিসিবির পণ্য সংরক্ষণে রাখার অপরাধে কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তেল কীভাবে বাইরের দোকানদারের কাছে গেল সে জন্য ডিলার জাহাঙ্গীরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
টিসিবির তেল খুচরা পর্যায়ে বিক্রির খবর পেয়ে নড়াইল সদরের বাঁশগ্রাম এলাকা থেকে প্রথমে এক দোকানিকে আটক করে পুলিশ। পরে আরও তিন দোকানিকে আটক করা হয়। চার দোকানির কাছ থেকে টিসিবির ৬৭ লিটার সায়াবিন তেল উদ্ধার করা হয়। এরা হলো-সদরের হোগলাডাঙ্গার বাবু মিয়া, দৌলতপুরের উজ্জ্বল ভূঁইয়া, দারিয়াপুরের রাসেল এবং সম্ভুডাঙ্গার রফিকুল ইসলাম। শহরের রূপগঞ্জের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডু (৬৫) এই চার দোকানির কাছে অবৈধভাবে সায়াবিন তেল বিক্রি করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টিসিবির তেল অবৈধভাবে বিক্রির দায়ে ডিলার পরিতোষ কুন্ডুকে ৬০ হাজার টাকা জরিমানা এবং খুচরা পর্যায়ের চার দোকানিকে আড়াই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।