Home অন্যান্য টিসিবি’র পণ্য কিনতে পেঁয়াজ বাধ্যতামূলক

টিসিবি’র পণ্য কিনতে পেঁয়াজ বাধ্যতামূলক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: টিসিবির পণ্য কিনলে সাথে বাধ্যতামূলক কিনতে হবে ১০০ টাকায় ৪ কেজি পেঁয়াজ। তাও আবার মিসর, তুরস্ক ও মিয়ানমার থেকে আমদানি করা বড় বড় পেঁয়াজ! অথচ টিসিবির পণ্যের সাথে কোন পণ্য নিতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুরে নগরীর এনায়েত বাজার, জামালখানে টিসিবির ন্যায্যমূল্য পণ্য বিক্রিতে এটা দেখা গেছে।
নাহিদ আলী নামে একজন ক্রেতা অভিযোগ করেন, টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ট্রাক থেকে সয়াবিন তেল কিনতে গেলে তারা আমাকে ১০০ টাকা দিয়ে ৪ কেজি পেঁয়াজ কেনা বাধ্যতামূলক বলে জানান।
তিনি আরও বলেন, যখন বাজারে পেঁয়াজের সংকট ছিলো তখন তারা ২ কেজি করে পেঁয়াজ দিয়েছেন।এখন যখন বাজারে কম দামে পাওয়া যাচ্ছে তখন তারা ৪ কেজি করে কিনতে বাধ্য করছেন। নাহিদের মত আরও কয়েকজন একই কথা জানান।
এর বিষয়ে জানতে চাইলে টিসিবির অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ বিজনেসটুডে২৪ কে বলেন, টিসিবির  ন্যায্যমূল্যের পণ্য কেনার সাথে অন্য কোনো পণ্য কিনতে হবে  এমন কোনো বাধ্যবাধকতা নেই।
সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিজনেসটুডে২৪ কে জানান, টিসিবির কোন একটি পণ্য কিনতে অন্য পণ্য কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপরও যদি কোনো ডিলার এমন করে তাহলে আমাদের কাছে অভিযোগ করলে আমারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
নগররীতে ৪ ডিলারের মাধ্যমে  বন্দর, কাস্টম মোড়, এনায়েত বাজার, জামালখান (প্রেস ক্লাব), অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালি মোড় ও আগ্রাবাদ মোড়ে ন্যায্য দরে পণ্য বিক্রি করছে। পেঁয়াজ, চিনি, মসুর ডাল এবং সয়াবিন তেল- এই ৪টি পণ্য বিক্রি করা হচ্ছে।
বিক্রেতারা জানান, প্রতিটি ট্রাকে ২০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল ও ৭০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেয়া হয়।