Home Third Lead টিসিবি’র ৪ ডিলারের জামানত বাজেয়াপ্ত

টিসিবি’র ৪ ডিলারের জামানত বাজেয়াপ্ত


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম, কালো বাজারির অভিযোগে জরিমানা ও একই প্রোপ্রাইটরের নামে ২টি করে ডিলারশীপ থাকায় ৪ ডিলারের জামানত বাজেয়াপ্তসহ ডিলারশীপ বাতিল করা হয়েছে। 
টিসিবির প্রধান কর্মকর্তা ও উপসচিব আলেয়া খাতুনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 
বাতিলকৃত ডিলারগুলো হলো, হাটহাজারীর নন্দীরহাট বাজারের মেসার্স জননী ষ্টোর, কোতয়ালীর ফিরিঙ্গি বাজারের মেসার্স ট্রেড লিংক, বোয়ালখালীর ফকিয়াখালী বাজারের মেসার্স দিদারুল আলম এবং আনোয়ারার ভেন্টি বাজারের মেসার্স আল-আমীন পেইন্ট।
এ বিষয় জানতে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিজনেসটুডে২৪ কে বলেন, অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ ডিলারের জামানত বাজেয়াপ্ত ও ডিলারশীপ বাতিল করা হয়েছে। এদের মধ্যে মেসার্স দিদারুল আলমের নামে নিয়ম বহির্ভূত ভাবে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকে চা পাতা বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় এই সিদ্ধান্ত। বাকি ৩ টি ডিলারের নামে একাধিক ডিলারশীপ থাকায় তাদের চুক্তি ও বাতিল করা হয়।