বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আজ সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেলসহ নিত্যপণ্য। কিন্তু তা হচ্ছে না। টিসিবি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফ্যামিলি কার্ডে পণ্য বিপণনের প্রস্তুতির জন্য চলতি মে মাসে ট্রাক সেল হবে না।
এর আগে, টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সোমবার থেকে জনপ্রতি ১১০ টাকা করে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। এ কার্যক্রম ৩০ মে পর্যন্ত চলার কথা ছিল।