Home কক্সবাজার টেকনাফে বিজিবি’র সাথে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

টেকনাফে বিজিবি’র সাথে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার:  নাফ নদীতে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির সাথে গোলাগুলিতে ঘটনায় অজ্ঞাত এক মাদক কারবারি নিহত হয়েছে। আহত হয়েছেন বিজিবির দুই সদস্য।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবার চালানসহ কাঠের নৌকা জব্দ করা হয়।

আহত বিজিবির দুই সদস্য হলেন- জনি হোছাইন (২৬) এবং মোতালেব হোসাইন (৪২)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাটি জব্দ করে ১টি দেশিয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজের খালি খোসা এবং ২ লাখ ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর নদী হতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ব্যক্তি এবং আহত বিজিবি সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মাদক কারবারি মারা যায়।

সরকারি কাজে বাধা প্রদান, মাদকের চালান বহন এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আইনের পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।