বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: আধিপত্য বিস্তার নিয়ে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নুর হাকিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন রোহিঙ্গা। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়।সেখানে তাদের সঙ্গে তোহা বাহিনীর ৬০-৭০ রাউন্ড গুলিবিনিময় হয়।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।