Home সারাদেশ টেক্সটাইল কারখানায় আগুন

টেক্সটাইল কারখানায় আগুন

প্রতীকি ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

গাজীপুর: জেলার ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট।

রবিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভবানীপুর এলাকায় সালেক টেক্সটাইল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাৎক্ষণিক আগুন লাগার ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।