Home খেলাধুলা টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিব

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিব

বিজনেসটুডে২৪ ডেস্ক:

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ফিরলেন সাকিব আল হাসান। আইসিসির সদ্য হালনাগাদ হওয়া অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছেন। তার রেটিং পয়েন্ট ৩৬৬।

নিষিদ্ধ হওয়ার সময় টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তিনে ছিলেন সাকিব। প্রত্যাবর্তনে একধাপ পিছিয়েছেন টাইগার পোস্টার বয়। সাদা পোশাকে ব্যাটিংয়ে ৩৭ নম্বরে সাকিব, বোলিংয়ে আছেন ২২ নম্বরে। যা বাংলাদেশিদের মধ্যে সেরা।

সোমবার আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিবের নাম।

এর আগে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওডিআই র্যােঙ্কিংয়ের প্রথম হালনাগাদেই অলরাউন্ডারদের শীর্ষস্থান ফিরে পান সাকিব। টি-টোয়েন্টিতে ফেরেন আগের দ্বিতীয় অবস্থানে থেকে।