‘বি’-গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান
বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখল আইসিসি। শুক্রবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা টোয়েন্টি ২০ বিশ্বকাপের সূচী প্রকাশ করেছে। তাতে গ্রুপ ২-এ রয়েছে ভারত-পাক দল। ১৭ অক্টোবর শুরু হবে টি ২০ বিশ্বকাপ।
বহুদিন পরে দুই চির প্রতিপক্ষ দল মুখোমুখি হবে। মেগা আসরের গ্রুপ পর্যায়ে এই হেভিওয়েট ম্যাচ ঘিরে উন্মাদনা থাকা স্বাভাবিক। ২০২১-এর ২০ মার্চের মধ্যে আইসিসি ক্রম তালিকা মেনে দুটি গ্রুপ বিন্যাস করা হয়েছে। প্রথম রাউন্ডের ৮টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ার্ল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
‘বি’-গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। সব থেকে তাৎপর্য্যের বিষয়, ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ড খেলে উঠতে হবে।
প্রথম রাউন্ডের দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার ১২-তে জায়গা করে নেবে। সুপার-১২-র দলগুলিকে আবার দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-১-এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
পাশাপাশি গ্রুপ-১ -এ যোগ দেবে গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স। গ্রুপ-২-এ রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। পাশাপাশি গ্রুপ-২-তে যোগ দেবে গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন দল।
আইসিসি-র মুখ্য কার্যনির্বাহী জিওফ অ্যালার্ডাইস এক বিবৃতিতে শুক্রবার বলেছেন, ‘‘আমরা খুব খুশি আমরা দ্রুত গ্রুপ-বিন্যাস করে ফেলতে পেরেছি। এখনও টুর্নামেন্টের তিন মাস বাকি রয়েছে। আমরা দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করব।’’
ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আবার আশাবাদী, ওমানে এই টুর্নামেন্ট সাড়া ফেলে দেবে। ক্রিকেট যে বিশ্বায়নের দিকে এগোচ্ছে, এটি তারই প্রমাণ, বলেছেন তিনি।
বোর্ড সচিব জয় শাহ জানান, ‘‘আইসিসি টি ২০ বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেল, বেজে গেল দামামা।’’ তিনি যে ওমানে রয়েছেন, তা জানিয়ে জয় বলেছেন, ‘‘আমি যেহেতু এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, সেই হিসেবে ওমানে এই মেগা ইভেন্ট হচ্ছে বলে আমি নিজেও দারুণ খুশি।’’ করোনা পরিস্থিতির মধ্যে বায়ো-বাবল সিস্টেমের মধ্যেই টি ২০ বিশ্বকাপ হবে বলে মনে করা হচ্ছে।