যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। তার গঠিত ‘প্যাট্রিয়ট পার্টি’ নামের দলটি হবে রক্ষণশীল মার্কিনদের জন্য নতুন প্ল্যাটফর্ম। এমন গুঞ্জন উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও সংকট পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। আর সেই সংকটের সবশেষ তীরটি হলো তার বিরুদ্ধে গৃহীত অভিশংসন প্রস্তাব। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটে দুই দফা অভিশংসন প্রস্তাব আনা হয়।
বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর, ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে তাঁরা, ট্রাম্পের কথায় নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন।এমন পরিস্থিতিতে একদিকে নিজের সমর্থকদের দিয়ে রিপাবলিকানদের সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প, অন্যদিকে রিপাবলিকানদের ওপর প্রতিশোধ নিতে ট্রাম্প নতুন দল গঠন করতে যাচ্ছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
ফ্লোরিডায় বসে রিপাবলিকান পার্টির সঙ্গে তাঁর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিভিন্ন রাজনৈতিক ছক আঁকছেন তিনি। তবে এখন পর্যন্ত ট্রাম্প নিজে প্যাট্রিয়ট পার্টির ব্যাপারে কোনো ঘোষণা না দিলেও তাঁর উপদেষ্টা জেসন মিলার এ বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার কথা সিএনএনকে জানান। বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প।
-বিজনেসটুডে২৪ ডেস্ক