Home আন্তর্জাতিক ট্রাম্প ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েনের করোনা

ট্রাম্প ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েনের করোনা

Campaign manager Bill Stepien stands alongside US President Donald Trump as he speaks with reporters aboard Air Force One as he flies from Manchester, New Hampshire to Joint Base Andrews in Maryland, August 28, 2020, following a campaign rally. (Photo by SAUL LOEB / AFP) (Photo by SAUL LOEB/AFP via Getty Images)

বিজনেসটুডে২৪ ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েনের করোনা ধরা পড়েছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের দিন হোয়াইট হাউসের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়েসহ প্রেসিডেন্টের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর করোনা পজিটিভ আসে। ওই কর্মকর্তা জানান, স্টেপিয়েন বাসায় থেকে কাজ করবেন।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ৭৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ সাড়ে ১৩ হাজারের বেশি।

ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনা ধরা পড়ার পর নমুনা পরীক্ষা করা হলে ট্রাম্প এবং মেলানিয়ারও করোনা পজিটিভ আসে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নিয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে। তিনি কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নেবেন।