ভারতে দু’দিনের সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফরে আহমেদাবাদ, আগ্রা ও দিল্লিতে যাবেন ট্রাম্প। তিনি থাকবেন দিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে।
জানা গিয়েছে, এই হোটেলের চানক্য স্যুটে সপরিবারে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। হোটেলে সুরক্ষা, থাকা ও খাওয়া-দাওয়ার মতো ক্ষেত্রে ট্রাম্পের রুচির কথা মাথায় রাখা হয়েছে।
আমদাবাদ থেকে তাজমহল সফরের পরে দিল্লিতে থাকবেন ট্রাম্প। ট্রাম্পের থাকা স্মরণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের মতো ট্রাম্পও দিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে থাকবেন।
মার্কিন রাষ্ট্রপতির রাত্রিবাসের জন্য মৌর্য হোটেলের প্রেসিডেন্সিয়াল ফ্লোরে চাণক্য স্যুইট বুক করা হয়েছে।
জানা গিয়েছে, চাণক্য স্যুইটে একটি রাত থাকার ভাড়া ৮ লক্ষ টাকা। চাণক্যপুরীতে ৪৬০০ বর্গফুট জায়গা ঘিরে গড়ে উঠেছে চাণক্য স্যুইট। এতে রয়েছে দ্রুতগতির এলিভেটর ও অতিথিদের সুরক্ষার জন্য অত্যাধুনিক কন্ট্রোল রুম। জানালার কাঁচ বুলেট প্রুফ।
এই স্যুইটে রয়েছে দুটি রুম এবং একটি বড় লিভিং রুম, ১২ সিটার ডাইনিং রুমের সঙ্গে ছোট স্পা অন্যতম আকর্ষণ। প্রেসিডেন্সিয়াল স্যুইটে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার বিশেষ ব্যবস্থাও রয়েছে।
আমেরিকার প্রেসিডেন্টের পরিবারের জন্য থাকছে খাওয়ার-দাওয়ার বিশেষ ব্যবস্থা। হোটেলে যে জায়গায় ট্রাম্প ভোজ সারবেন তার নাম বুখারা রেস্তোঁরা।
এই হোটেলে এর আগে কিং আবদুল্লা, ভ্লাদিমির পুতিন, ব্রুনেইয়ের সুলতান, টনি ব্লেয়ারের মতো নেতারা রাত্রিবাস করেছেন।
বিজনেসটুডে২৪ ডেস্ক