Home আন্তর্জাতিক ট্রাম্প সাসপেন্ড, ব্য়বহার করতে পারবেন না ফেসবুক

ট্রাম্প সাসপেন্ড, ব্য়বহার করতে পারবেন না ফেসবুক

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য় সাসপেন্ড করল ফেসবুক এবং ইনস্টাগ্রাম৷ এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সংস্থার গাইডলাইন লঙ্ঘন করার জেরে তাঁকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে৷ স্বাভাবিকভাবেই ২০২৩ সালের জানুয়ারি মাসের আগে কোনওভাবেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট ব্য়বহার করতে পারবেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷

আমেরিকার সাধারণ নির্বাচনে জয়লাভ করেন জো বাইডেন। স্বাভাবিকভাবেই গত নভেম্বর মাসেই ট্রাম্পের বিদায় নিশ্চিত হয়ে যায়। তবে, তাঁর চেয়ার ছাড়ার আগ মূহুর্তে অর্থাৎ চলতি বছরের ৬ জানুয়ারি দাঙ্গার ঘটনা ঘটে মার্কিন ক্যাপিটালে৷ ঘটনার পরপরই টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পকে ব্য়ান করে৷ একইভাবে ইউটিউব কর্তৃপক্ষও তাকে নিষিদ্ধ করে৷ এবার সেই পথে হাঁটল ফেসবুক এবং ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ৷ চলতি মাসের ৭ জানুয়ারি থেকে ২ বছর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা৷

-বিজনেসটুডে২৪ ডেস্ক