বিজনেসটুডে২৪ ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হতেই শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর তৎপরতা। আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানেই রয়েছেন ভারতীয়েরা। এই সংখ্যা ৭ লাখের বেশি।
‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে সমীক্ষক সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানেই রয়েছেন ভারতীয়েরা। প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর। প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় অবৈধভাবে বাস করছেন আমেরিকায়। এদের মধ্যে প্রায় ১৮ হাজারকে ইতিমধ্যে চিহ্নিত করেছে ভারতও। আমেরিকায় যাওয়া বৈধ অভিবাসীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ভারতও চায় অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে।
প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার শপথ নেওয়ার পরেই বেশ কিছু নির্দেশিকাই স্বাক্ষর করেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ। আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন তিনি। ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সে দেশের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে ভারত সরকারও। আমেরিকায় ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে ভারত যে আগ্রহী, সেটি বোঝানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।