Home Second Lead আরও দুটি ভারতীয় জাহাজ ট্রায়াল রানের অনুমতি পাচ্ছে

আরও দুটি ভারতীয় জাহাজ ট্রায়াল রানের অনুমতি পাচ্ছে

ভারতীয় ট্রানজিট পণ্যবাহী জাহাজের প্রথম ট্রায়াল রান।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতকে পরীক্ষামূলকভাবে আরও দুটি জাহাজ চালানোর অনুমতি দেওয়া হবে। পরীক্ষামূলক জাহাজ চালানোর অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে ভারতের প্রস্তাবিত ২৫ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে জাহাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজ চালানোয় জড়িত কয়েকটি সংস্থাকে ওই সময়ের আগে এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে বৈঠকে।পরীক্ষামূলক জাহাজ চলাচলের সম্মতির সিদ্ধান্ত সম্পর্কে শীঘ্রই ভারতকে জানানো হবে। পরীক্ষামূলক জাহাজ চলাচলের দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকের কার্যক্রম নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হবে।

সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশন জুলাইয়ের শেষের দিকে পরীক্ষামূলকভাবে জাহাজ চালানোর আগ্রহ প্রকাশ করে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়। ওই চিঠির আলোকে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করে বাংলাদেশ।

২০১৮ সালের ২৪ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশ চুক্তিবদ্ধ হয়। এ চুক্তির অধীনে প্রথম পরীক্ষামূলকভাবে জাহাজ চালানো হয়েছিল ২০২০ সালের জুলাই মাসে। যেখানে লোহার রড এবং ডালবোঝাই চারটি কনটেইনার কলকাতার হলদিয়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিল। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ত্রিপুরা ও আসামে পাঠানো হয়।

২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যেগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে চুক্তি হয়।