বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ২৫ ঘণ্টা পরও উদ্ধার কাজ শেষ হয়নি । এ ঘটনায় সোনার বাংলা ট্রেনের লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোকো মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার), গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। জানা রবিবার রাত ৯টায় লাকসাম এবং আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে দুটি ট্রেনের লাইনচ্যুত ১১টি বগির উদ্ধার কাজ শুরু করে। সোমবার রাত ৯ টা পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। তবে রাতের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে জিআরপি থানার ওসি জসিম উদ্দিন বলেন, এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। তবে রাতের মধ্যে সব কাজ সম্পূর্ণ হবে।
চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান দুর্ঘটনার কারণ এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রাথমিকভাবে চারজন কে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।