Home সারাদেশ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবস্থান ধর্মঘট

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবস্থান ধর্মঘট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি।

মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১ ঘণ্টাব্যাপী গাজীপুরে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

অবস্থান কর্মসূ পালনকারীদের দাবিগুলো হলো: ১। জনসংখ্যা ও স্টেশনের গুরুত্বের ভিত্তিতে জয়দেবপুর জংশন স্টেশনের সকল ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে। ২। গাজীপুর জেলা ও মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত দিনে ৭২ বার ৬ ঘণ্টার বিরম্বনা সৃষ্টিকারী জয়দেবপুর স্টেশনে সংলগ্ন রেলক্রসিং দ্রুত ওভারব্রিজ নির্মাণ করতে হবে। ৩। জয়দেবপুর জংশন স্টেশন আধুনিক সুবিধা সম্বলিত প্রথম শ্রেণীর স্টেশনে রূপান্তরিত করতে হবে।৪। তুরাগ ট্রেনের ১৫ টি বগি দিতে হবে তার ভিতরে নারীদের জন্য দুটি বগি সংরক্ষিত রাখতে হবে।৫। টাঙ্গাইল কমিউটার ট্রেন যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে এই ট্রেনের তেজগাঁও ও টঙ্গীতে যাত্রা বিরতি দিতে হবে এবং ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ছাড়ার ব্যবস্থা করতে হবে।
৬। অফিসের সময় বিবেচনায় নিয়ে তুরাগ ও টাঙ্গাইল কমিউটার ট্রেন দুটিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।৭। গাজীপুর ও ঢাকার মধ্যে চলাচলকারি সব ট্রেনের মাসিক টিকিট দেওয়া বন্ধ করতে হবে।৮। জয়দেবপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের সিট সংখ্যা উভয় দিকেই ৪০০ থেকে বাড়িয়ে ৩০০০ করতে হবে।৯। টিকিট কাউন্টার বৃদ্ধি করতে হবে এবং চাহিদা অনুযায়ী আসনবিহীন টিকিট দিতে হবে।
১০। ট্রেনের সময়সূচী নির্ধারণ এবং ট্রেনের আসন সংখ্যার নির্ধারণের বিষয়ে গাজীপুর যাত্রী প্রতিনিধিদের সাথে আলোচনা করতে হবে।

এসময় সংগঠনটি জানিয়েছে, দ্রুত এসব সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।