বিজনেসটুডে২৪ প্রতিনিধি
* ট্রেনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকেন যাত্রী কল্যাণ পরিষদ
* নিজের টাকায় টিকেট কেটে প্রতি ট্রেনে ৪/৫ সদস্য
চট্টগ্রামঃ দোহাজারী- পটিয়া- চট্টগ্রাম রুটে যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও ট্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে স্ব-উদ্যোগে কাজ করে যাচ্ছে যাত্রী কল্যাণ পরিষদ।
জানা যায়, এ রুটে ট্রেনের দীর্ঘদিনের নিয়মিত যাত্রীদের নিয়ে গঠিত এ পরিষদ কোন ধরনের আর্থিক অনুদান ছাড়াই বিনা বেতনে স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে বহু বছর ধরে। সংগঠনটির নিয়মিত কার্যকলাপের মধ্যে রয়েছে যাত্রাপথে ট্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ, শিডিউল নজরদারী, টিকেটবিহীন যাত্রী রোধ, যাত্রীদের নিরাপত্তা বিবেচনাসহ ট্রেনের সার্বিক পরিস্থিতি।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম থেকে দোহাজারীগামী ডেমু ট্রেনে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্য মো. আয়ুব আলী ও শাহ আলমসহ ৪/৫ জন সদস্য পর্যবেক্ষণের কাজ করে চলছে। তারা টিকেট ছাড়া ভ্রমণরত যাত্রীদের চিহ্নিত করে পরবর্তী স্টেশন থেকে টিকেট নিতে পরামর্শ প্রদান করছে।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের বগিতে ও স্টেশনে এ রুটে চলাচলরত লোকাল ও ডেমু ট্রেনের শিডিউলের সম্বলিত পোস্টার লাগানো হয়। এসময় বিজনেসটুডে২৪ এর সাথে কথা হয় সংগঠনটির উপদেষ্টা শাহ আলমের সাথে। তিনি জানান, যাত্রী কল্যাণ পরিষদ চট্টগ্রাম- পটিয়া- দোহাজারী রুটে চলাচলরত ট্রেন ও যাত্রীদের সামগ্রিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। কেউ টিকেট ছাড়া ভ্রমণ করলে আমরা তাদেরকে পরবর্তী স্টেশন থেকে টিকেট নেওয়ার পরামর্শ দিই, ট্রেন সময় মতো ছাড়ছে কিনা পর্যবেক্ষণ করি।
এব্যাপারে যাত্রী কল্যাণ পরিষদের আরেক উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্য মো. আয়ুব আলী বলেন, সংগঠনের সকলেই বিভিন্ন পেশার কর্মজীবী। সবাই ট্রেন যাত্রীদের কল্যাণে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। প্রতি ট্রেনে আমাদের সংগঠনের কয়েকজন সদস্য নিজের টাকায় টিকেট কেটে যাত্রীদের কল্যাণে, ট্রেনের পরিস্থিতি নজরদারীর জন্য উপস্থিত থাকেন। ট্রেনের সূচী বিলম্বিত হলে বা অন্য কোন অভিযোগ থাকলে আমরা তা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) বরাবর তুলে ধরি। যাত্রীদের কল্যাণে আমাদের বিভিন্ন দাবি বা চাহিদা নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে বসে মিটিং করি।
যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, আমরা যাত্রীদের কল্যাণে নিজের টাকা খরচ করে কাজ করে যাচ্ছি। ট্রেন যাত্রীদের ভ্রমণে অসুবিধাজনিত কোন ইস্যু দেখলে আমরা তা রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর তুলে ধরি। এ রুটে আগে কেবলমাত্র একটা লোকাল ট্রেন ছিল। এখন এরুটে দুই জোড়া নতুন ডেমু ট্রেন সংযুক্ত করা হয়েছে। তবে ডেমু ট্রেন মাঝে মাঝে কয়েকটা স্টেশনে থামে, বাকি স্টেশন গুলোতে থামে না। তাই যাত্রীদের জন্য অনেক সময় অসুবিধা হয়। এছাড়া নতুন সংযুক্ত এই ডেমু ট্রেনে প্রায় সময় শিডিউল বিপর্যয় ঘটে। তাই আমাদের পরিষদের পক্ষ থেকে এ রুটে চলাচলরত যাত্রীদের সুবিধার্তে ডেমু ট্রেন যেন নির্ধারিত সময়ে ছাড়ে এবং আরেকটি লোকাল ট্রেন এই রুটে সংযুক্ত করার জন্য দাবি জানানো হয়েছে।