মোঃসোহেল রানা, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচন।
সরজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। তাই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র জেলা পরিষদের সদস্য প্রার্থীদের জন্য।
ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে মোট পাঁচ উপজেলা পরিষদে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃসামসুজ্জামান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুর্য হয়েছে।
প্রসঙ্গত,আজ ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে এবং শেষ হবে বিকেল ২টায়। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলমান রয়েছে। মোট ভোটার ৭৫৮ জন।