Home সারাদেশ ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঠাকুরগাঁও: সোমবার ভোররাতে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)  গুলিতে বাংলাদেশি ‍দুই যুবক নিহত হয়েছেন। প্রায় একই সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় গুলিতে বাংলাদেশি আরেক যুবক আহত হয়েছেন। 

নিহতরা হলেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলর মকলেছ (২৮) এবং বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫)।আহত ব্যক্তির নাম ইদ্রিশ আলী (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে বলে জানিয়েছেন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম। চেয়ারম্যান উল্লেখ করেন যে মকলেছ ও জহিরুল ওপার থেকে চোরাপথে ফেনসিডিল আনতে ডাবরী সীমান্ত এলাকায় যান। তখন সেখানে ওঁৎ পেতে থাকা নারগাঁও ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজনই গুলিবিদ্ধ হন। 

হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোর রাতে একজন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনো বিএসএফের কাছে আছে।

জানা গেছে, ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বিজিবির। প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে থাকা একজনের লাশ বিএসএফ দ্রুত ফেরত দেবে।