Home অন্যান্য ‘দা সিটি অফ জয়’-এর লেখক ডমিনিক লাপিয়ের মারা গেছেন

‘দা সিটি অফ জয়’-এর লেখক ডমিনিক লাপিয়ের মারা গেছেন

ডমিনিক লাপিয়ের

বিজনেসটুডে২৪ ডেস্ক

রবিবার মারা গেছেন ডমিনিক লাপিয়ের। ভারত অনুরাগী এই ফরাসি লেখকের মৃত্যুর খবর সোমবার ঘোষণা করেছেন তাঁর স্ত্রী। তিনি জানিয়েছেন, ‘৯১ বছর বয়সে, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়’। মৃত্যুর সময় তিনি ছিলেন ফ্রান্সের সেন্ট ট্রোপেজে।

১৯৩১ সালের ৩০ জুলাই, চ্যাটেলাইলোনে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর উপন্যাস ১৯৮৫ সালের ‘দা সিটি অফ জয়’ কলকাতার একজন রিকশাচালকের কষ্টের কথা বর্ননা করেছে। বইটি সাফল্য পায়। কয়েক লক্ষ প্রতিলিপি বিক্রি হয়েছিল। এটির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯২ সালে। এখানে অভিনয় করেন প্যাট্রিক সোয়েজ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন রোল্যান্ড জোফ। লাপিয়ের তার ‘সিটি অফ জয়’ থেকে পাওয়া রয়াল্টির টাকা ভারতের বিভিন্ন মানবিক প্রকল্পে দান করেন। ২০০৫ সালে, তিনি এই বইয়ের পাঠকদের এবং সিনেমার দর্শকদের ধন্যবাদ দিয়ে জানান, ‘‘প্রাপ্ত অর্থে ২৪ বছরে কুষ্ঠরোগে আক্রান্ত ৯,০০০ শিশুর যত্ন এবং ১০ লক্ষ যক্ষ্মা রোগীর রোগ নিরাময় করা সম্ভব হয়েছে’।

ল্যাপিয়ের এবং আমেরিকান লেখক ল্যারি কলিন্সের লেখা ছয়টি বইয়ের প্রায় ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ‘ইজ প্যারিস বার্নিং?’ ১৯৬৫ সালে প্রকাশিত নন-ফিকশন বইটি ১৯৪৪ সালের অগস্ট মাস পর্যন্ত ঘটনাগুলি বর্ণনা করে। সেই সময় নাৎসি জার্মানি ফরাসি রাজধানীর নিয়ন্ত্রণ সমর্পণ করে। ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং গোর ভিদাল রূপালী পর্দায় ফুটিয়ে তোলেন।

 

‘ইজ প্যারিস বার্নিং?’-এর পরে, তিনি কলিন্সের সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যান। এই জুটি লিখেছেন ‘অর আই উইল ড্রেস ইউ ইন মৌরনিং” (১৯৬৮), ‘ও জেরুজালেম’ (১৯৭২), ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ (১৯৭৫), ‘দ্য ফিফথ হর্সম্যান’ (১৯৮০), এবং থ্রিলার ‘ইজ নিউ ইয়র্ক বার্নিং?’