Home First Lead সাধারণ শাখায় বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যাংকসমূহের ব্যাপক আগ্রহ

সাধারণ শাখায় বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যাংকসমূহের ব্যাপক আগ্রহ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সাধারণ শাখায় বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যাপক আগ্রহ ব্যাংকসমূহের। বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে এ ব্যাপারে আবেদন করেছে।

সাধারণত ব্যাংকের এডি শাখাগুলো বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারে। তবে এ ক্ষেত্রে নানা বাধ্যবাধকতার কারণে সেখানে সাধারণ মানুষ কিংবা প্রবাসীদের বিদেশি মুদ্রা লেনদেনে অনীহা রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে ডলার সংকটের কারণে খোলাবাজারে অব্যাহতভাবে দাম বাড়তে থাকায় উত্তপ্ত হয়ে ওঠে মুদ্রাবাজার। মাত্র চার মাসের ব্যবধানে মার্কিন ডলার ৮৮ টাকা থেকে ১২০ টাকায় উন্নীত হয়। এমন পরিস্থিতিতে মানি এক্সচেঞ্জের ওপর নির্ভরতা কাটাতে এডি শাখার বাইরেও ব্যাংকের অন্যান্য সাধারণ শাখার মাধ্যমেও বিদেশি মুদ্রা বিনিময়ের সুবিধা চালু করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।   এর প্রেক্ষিতে ২৩ ব্যাংক তাদের ৬৬৬টি শাখার মাধ্যমে ডলার বেচাকেনা করতে অনুমোদন চেয়েছে।

চায় ২৩টি ব্যাংক। সাধারণ শাখায় বিদেশি মুদ্রা বিনিময়ের সুবিধা চালুর পর কেন্দ্রীয় ব্যাংকে আবেদন জানাতে শুরু করেছে ব্যাংকগুলো। গত ১১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের চিঠি পাওয়ার পরবর্তী ৭ দিনে সারা দেশের বিভিন্ন শাখায় বিদেশি মুদ্রা কেনাবেচার অনুমোদন চেয়ে এই বিপুল পরিমাণের আবেদন জমা পড়েছে।

মানি চেঞ্জার ব্যবসায়ীদের ওপর নির্ভরতা কমানো ও হুন্ডি প্রতিরোধে সারা দেশে বাণিজ্যিক ব্যাংকের শাখায় নগদ বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

সারা দেশে বিদেশি মুদ্রা কেনাবেচা করা শাখার সংখ্যা খুব কম। যেগুলো আছে বেশিরভাগই রয়েছে রাজধানী ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে। ফলে নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয়। এ ধরনের সেবা কোন এলাকার কোন শাখায় চালু করা হবে, সেই সম্ভাব্য তালিকা চেয়ে দেশের সব ব্যাংকের কাছে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে নির্বাচিত শাখাগুলোতে একটি ডেস্কের মাধ্যমে এই সেবা চালুর অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।