Home First Lead আরও বাড়লো ডলারের দাম

আরও বাড়লো ডলারের দাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আরও বাড়লো ডলারের দাম। ব্যাংকগুলোকে এখন ডলার কিনতে হচ্ছে ১০৬ টাকা ৯০ পয়সায়।

মঙ্গলবার ডলারের আন্তঃব্যাংক লেনদেনের মূল্য পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংক। এক ব্যাংক থেকে আরেক   ব্যাংকে ডলার লেনদেনে ১০৬ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে দেয়া হয়। তবে বুধবার এই দর আরও ৭৫ পয়সা বাড়ানো হয়েছে। এখন এক ডলার কিনতে ব্যাংকগুলোকে গুনতে হচ্ছে ১০৬ টাকা ৯০ পয়সা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকগুলোর ডলার কেনাবেচার ক্রয়মূল্য দেখা গেছে ১০২ টাকা ৩৭ পয়সা। আগের দিন এই দর ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। আর মঙ্গলবার ১০৬ টাকা ১৫ পয়সা বিক্রয়মূল্যের দর বুধবার বেড়ে হয়েছে হয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ডলারের এই দর ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা ডলারের দর নয়।  তবে এতদিন বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার কেনাবেচা করতো, সেটিই আন্তঃব্যাংক দর হিসাবে উল্লেখ করা হত।