বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে । টাকার মান ৯০ পয়সা কমানো হয়েছে। এখন প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা।
বৃহস্পতিবার ৮৯ টাকা ৯০ পয়সায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের চারটি ব্যাংকের কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়।
আমদানি পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় ইতোমধ্যে আমদানি ব্যয় প্রায় ৪৪ শতাংশ বেড়েছে। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে সেই খরচ মেটানো সম্ভব নয়। এর ফলে সৃষ্টি হয়েছে ডলার সংকট। সংকট নিরসনে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতেই ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার ডলারের এক দাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের সব বেসরকারি ব্যাংকের হাতে ডলারের ডলারের দাম নির্ধারণের এখতিয়ার চলে যায়। প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হার কার্যকর হবে বলেও সেসময় জানিয়েছিলেন তিনি। চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হল।