বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আন্তঃব্যাংক ডলারের দর আরও ৫০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার আন্তঃব্যাংক ডলারের দর বাড়িয়ে আবারও ৯২ টাকা করে কেন্দ্রীয় ব্যাংক। তবে এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলারের দরে কোনো প্রভাব দেখা যায়নি।
গতকাল বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানি পর্যায়ের ডলার বিক্রি করেছে ৯৩ টাকা দরে। গত বৃহস্পতিবারও এক ডলার ৯৩ টাকা রেখেছিল ব্যাংকগুলো। তবে ওইদিন আন্তঃব্যাংক ডলারের দর ছিল ৯১ দশমিক ৫০ টাকা। গত বুধবার আন্তঃব্যাংক ডলারের দর ৫০ পয়সা কমিয়ে ৯১ দশমিক ৫০ টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগের দিন মঙ্গলবার আন্তঃব্যাংক ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করা হয়েছিল। এর আগে আন্তঃব্যাংক ডলারের দর ছিল ৯১ দশমিক ৯৫ টাকা। এরও কয়েক দিন আগের বৃহস্পতিবার ডলারের দর নির্ধারণের ভার আবারও ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেয় এবং এক দিনে আন্তঃব্যাংক ডলারের দর ৮৯ থেকে বাড়িয়ে ৮৯ দশমিক ৯০ টাকা নির্ধারণ করা হয়। পরে ওই দর বেড়ে তিন দিনের মাথায় ৯২ টাকায় ওঠে।