Home সারাদেশ ডিসেম্বরের মধ্যে মোংলার সাথে রেল চালু

ডিসেম্বরের মধ্যে মোংলার সাথে রেল চালু

ছবি: সংগৃহীত

বিনেসটুডে২৪ ডেস্ক

খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত নির্মাণাধীন নতুন রেলপথের কাজ শেষ ‌করে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) রুপসা রেলসেতু নির্মাণ কাজ পরিদর্শনের সময় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সমস্যা যা থাকুক তা শেষ করে এ সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে।

তিনি বলেন, এ রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্যপরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে। পোর্ট ব্যবহার করে নেপাল, ভুটান, ভারত আমাদের সঙ্গে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙা হবে।

বাংলাদেশ রেলওয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেল লাইন চালু, পদ্মা সেতু চালুর দিন রেল চালু এবং এ বছর এ প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে।

পরে মন্ত্রী রুট ধরে খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত পরিদর্শন করেন। খুলনা সিটি
কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাসহ রেল‌ওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।