চন্দন ভট্টাচার্য্য, খুলনা:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার জিলের ডাঙ্গা এবং টিপনা বালিয়াখালী নামক স্হানে পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে।
৭ জানুয়ারী শুক্রবার সকাল ৮ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা, মোটরসাইকেল (খুলনা-হ ১২-০৯৪১) জিলেরডাঙ্গা নামক স্হানে পৌছালে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী অজ্ঞাত প্রাইভেট কার মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে আরোহী ডুমুরিয়ার পশ্চিম শোভনা এলাকার আ: আজিজ শেখ(৫৫) ঘটনাস্হলে নিহত হন। অপর আরোহী রানাই গ্রামের সিদ্দিক মোল্যা(৫৫)গুরুত্বর আহত হন।
প্রত্যাক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা, মোটরসাইকেল (খুলনা-হ ১২-০৯৪১) জিলেরডাঙ্গা নামক স্হানে পৌছালে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী অজ্ঞাত প্রাইভেট কার মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে আরোহী ডুমুরিয়ার পশ্চিম শোভনা এলাকার আ: আজিজ শেখ(৫৫) ঘটনাস্হলে নিহত হন। অপর আরোহী রানাই গ্রামের সিদ্দিক মোল্যা(৫৫)গুরুত্বর আহত হন।
প্রায় একই সময় মহাসড়কের টিপনা বালিয়াখালী নামক স্হানে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী কয়রা থানা এলাকার সাদ্দাম সরদার(৪৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হন।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম উভয় দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে আহতদের অবস্হার অবন্নোতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ দূর্ঘটনায় নিহত আ:আজিজ শেখের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।
পুলিশ দূর্ঘটনায় নিহত আ:আজিজ শেখের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।