বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ভোট চুরি হয়েছে অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য শেষ হওয়া নির্বাচনে তাঁর আসন টলোমলো। তাঁকে হারিয়ে জিততে চলেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এমনই সময় কার্যত কোনও তথ্য-প্রমাণ ছাড়াই ডোনাল্ড ট্রাম্প বলতে শুরু করেছেন, ভোট ‘চুরি’ করছেন ডেমোক্র্যাটরা।
ভোট গণনা পদ্ধতিতে কারচুপি চলছে, এই অভিযোগ আগেই তুলেছিলেন ট্রাম্প ও তাঁর সমর্থকরা। শুধু তাই নয়। ট্রাম্পের রিপাবলিকানরা কর্মী-সমর্থকরা আমেরিকার একাধিক প্রদেশের ফল নিয়ে আদালতে পর্যন্ত যেতে চলেছেন। পাশাপাশি বিভিন্ন শহরে রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকেরা। হাতে অস্ত্র নিয়ে রাজপথ কাঁপাতে দেখা গেছে তাঁদের। নির্বাচনের গণনা যত এগিয়েছে, একের পর এক প্রদেশে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো যত এগিয়েছেন, রিপাবলিকানদের দাঙ্গা-হাঙ্গামাও তত দ্রুত ছড়িয়েছে।
অবশ্য এমনটা যে হতে পারে, সে ইঙ্গিত আগেই ছিল। কারণ প্রেসিডেন্ট নির্বাচন ঠিক হওয়ার সময় থেকেই ট্রাম্প আস্ফালন করতে শুরু করেছিলেন, নিজের হার সহজে মেনে নেবেন না তিনি। ভোটের পদ্ধতি নিয়েও আপত্তি তোলেন তিনি। আন্দাজ করা হয়েছিল, ভোটগণনা নিয়েও প্রশ্ন তুলবেন ট্রাম্প। হলও তাই।
রিপাবলিকান দলের সমর্থক হামলাকারীরা সারা দেশে স্লোগান তুলেছে, ‘স্টপ দ্য কাউন্টিং’। কোথাও বা ব্যানার দেখা গেছে, ‘উই ওয়ান্ট রিভেঞ্জ’।
তবে এত কিছুর পরেও শেষরক্ষা হওয়া কার্যত অসম্ভব। কারণ ম্যাজিক সংখ্যা ২৭০। আমেরিকার ইলেকটোরাল কলেজের অতগুলি ভোট যিনি পাবেন, তাঁর প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত। জানা যায়, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ইলেকটোরাল কলেজের ২৬৪টি ভোট। অর্থাৎ তিনি পৌঁছেছেন ম্যাজিক ফিগারের দোরগোড়ায়। তুলনায় অনেক পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে ইলেকটোরাল কলেজ দিয়েছে ২১৪টি ভোট।
মিশিগান ও উইসকনসিন প্রদেশে জয়ের পরেই বাইডেন ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যান। ট্রাম্পের শিবির থেকে ভোট গণনা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় টেলিভিশনে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, “আমি এখনও জিতিনি। তবে আমার বিশ্বাস, ভোট গণনা শেষ হলে দেখা যাবে, আমিই জিতেছি।”
আমেরিকার বেশিরভাগ প্রদেশেই গণনা শেষ হয়ে গিয়েছে। জর্জিয়া ও পেনসিলভানিয়াতে এখনও ট্রাম্প ও বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গুরুত্বের দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছে নেভাদা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই প্রদেশে ইলেকটোরাল কলেজের ছ’টি ভোট পেলেই বাইডেনের প্রেসিডেন্ট পদ পাওয়া পাকা। সেখানে এখন গণনা চলছে। ট্রাম্পের থেকে সামান্য এগিয়ে আছেন বাইডেন।
ট্রাম্পের শিবির থেকে দাবি করা হয়েছে, উইসকনসিনের ভোট ফের গুণতে হবে। মিশিগান, পেনসিলভানিয়া ও জর্জিয়াতে গণনা বন্ধের দাবি জানানো হয়েছে আদালতের কাছে। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই ট্রাম্প হুমকি দিচ্ছিলেন, ভোটের লড়াই শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের রূপ নিতে পারে। সুতরাং সকলেই ধরে নিয়েছিলেন, পরাজয়ের সম্ভাবনা দেখলেই তিনি কোর্টে যাবেন। তবে আমেরিকার সংবাদ মাধ্যম ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিয়েছে।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল জানতে সাধারণত কয়েক দিন লেগে যায়। এবছর পোস্টাল ভোটের সংখ্যা বেশি। ফলে গণনায় আরও বেশি সময় লাগা অসম্ভব নয়।