Home শেয়ারবাজার ডে ট্রেডারের ভূমিকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

ডে ট্রেডারের ভূমিকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

স্থিতিশীল পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ না করে ‘ডে ট্রেডার’-এর ভূমিকা পালন করছেন, যার প্রত্যক্ষ প্রমাণ পুঁজিবাজারে বিদ্যমান।

বিগত কয়েক মাসে বিভিন্ন কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ এক থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে হঠাৎ করে বাজারে ছন্দপতনে তাদের আচরণ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বিনিয়োগকারীদের কাছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেন ইন্ধন না হলে প্রায়ই এভাবে অস্বাভাবিক ছন্দপতন হতে পারে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ারের দর বাড়িয়ে বিক্রি করে এখন হাত গুটিয়ে বসে রয়েছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতি না থাকলে পুঁজিবাজার তার স্বাভাবিক গতি হারায়, যে কারণে কমে যায় লেনদেন। কমতে থাকে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ও বাজার মূলধন। এখন যারা বাজারে লেনদেন করছেন তারা সাধারণ বিনিয়োগকারী।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা বলেন, পুঁজিবাজারে সবাই লাভ করার জন্য আসে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা পেলে শেয়ার বিক্রি করে দেবে, এটা স্বাভাবিক। এ জন্য তাদের দায়ী করা ঠিক হবে না।

জানা গেছে, দীর্ঘদিন পর পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীল পরিবেশ ফিরে এসেছে, যে কারণে বাজারের প্রতি আবারও আগ্রহ তৈরি হয়েছে সাধারণ জনগণের। এর সূত্র ধরে বাড়তে দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। কিন্তু হঠাৎ করেই মাঝে মধ্যে এ বাজারে ছন্দপতন দেখা দিচ্ছে। ঘুরেফিরে দু-তিনটি খাত ছাড়া অন্য খাতের কোম্পানিতে আগ্রহ নেই বিনিয়োগকারীদের।

লেনদেনে ছন্দপতন দেখা দেওয়ায় গতকাল এক দিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে এক হাজার কোটি টাকার বেশি। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই অস্বাভাবিকহারে কমে যায় বাজার মূলধন। গত দুই সপ্তাহের ব্যবধানে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন কমে যায় ৩৮ হাজার কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক পরিচালক বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন ডে ট্রেডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এটা চললে বাজার নিজস্ব গতি হারাবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রকৃত কাজ হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এখন দেখছি তার উল্টো চিত্র। তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেন না কেউই।