জুলহাজ ইব্রাহিম
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে ‘বই’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিলা কাউন্সিলর পদে লড়ছেন অশ্রু চৌধুরী।
বিজনেসটুডে২৪-এর সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় জানালেন নির্বাচন নিয়ে তার আশা-আকাঙ্ক্ষা আর প্রতিশ্রুতির কথা।
বিজনেসটুডে২৪ঃ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের গণসংযোগ। আপনার নির্বাচনী গণসংযোগ কেমন যাচ্ছে?
অশ্রু চৌধুরীঃ যতটুকু পারছি সারাদিনই গণসংযোগের মাধ্যমে কাটাচ্ছি। আমরা ডোর টু ডোর গণসংযোগ করছি। সকাল ৯ টা বাজে গণসংযোগে বের হয়ে রাত ৮ টায় বাসায় ফিরি। ভোটারদের কাছে পৌঁছার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিজনেসটুডে২৪ঃ এবারের সিটি নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর মাধ্যমে ভোটের ব্যাপারে আপনার অভিমত কি?
অশ্রু চৌধুরীঃ সরকার যখন যে সিস্টেমে ভোটগ্রহণ কার্যকর করবে আমি সেটার সাথে একমত রয়েছি। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি করতে সরকার নানান উদ্যোগ বাস্তবায়ন করেছে। আশা করি ভোটাররা ইভিএমের মাধ্যমে যথাযথভাবে ভোট প্রদান করতে পারবে।
বিজনেসটুডে২৪ঃ দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছেন, এব্যাপারে দলীয় অভিমত কি?
অশ্রু চৌধুরীঃ এখানে আসলে একটা কথা বলে রাখা প্রয়োজন যে আমি কোন নির্দিষ্ট দলের না। হ্যাঁ, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমার রক্তে মাংসে মিশে আছে আওয়ামী লীগ। তবে আমি দলীয় চিন্তাধারার বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের জন্য নির্বাচন করছি।
বিজনেসটুডে২৪ঃ সংরক্ষিত ২ নং আসনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রধান সমস্যাগুলো কি কি?
অশ্রু চৌধুরীঃ আমার নির্বাচনী আসনের তিনটা ওয়ার্ডেরই প্রধান সমস্যা হচ্ছে জনগণ নাগরিক অধিকার বা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অবহেলিত ওয়ার্ডের অনেক জায়গায় কোন ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট, ময়লার ভাগাড়সহ নানান সমস্যায় জর্জরিত এই ওয়ার্ড।
বিজনেসটুডে২৪ঃ কাউন্সিলর নির্বাচিত হলে কিভাবে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন?
অশ্রু চৌধুরীঃ আমি কাউন্সিলর নির্বাচিত হলে আমার একটাই চাওয়া থাকবে আমি যেন আমার আসনের তিন ওয়ার্ডের প্রতিটিতে আলাদাভাবে অফিস নিয়ে বসতে পারি। সপ্তাহে দুই দিন করে যেন তিনটা ওয়ার্ডে বসে জনগণের সমস্যা নিয়ে কাজ করতে পারি। কারণ আমার নীতি হচ্ছে সাধারণ জনগণ নাগরিক সেবার জন্য আমার কাছে আসবে না বরং আমি তাদের কাছে ছুটে যাবো। যেভাবে ডোর টু ডোর গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছি, কাউন্সিলর নির্বাচিত হলে সেভাবে ডোর টু ডোর সেবার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করবো।
বিজনেসটুডে২৪ঃ সংরক্ষিত ২ নং আসনে ৬ জন কাউন্সিলর পদে লড়ছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে আপনার মূল্যায়ন কি?
অশ্রু চৌধুরীঃ সত্যি বলতে আমি কেবল আমাকে নিয়েই ভাবি। আপতত আমার নির্বাচনী কার্যক্রম নিয়েই ভাবছি আর কাজ করে যাচ্ছি। অন্য প্রার্থীদের নিয়ে আলাদা করে কিছু ভাবি নাই। আমি যেমন অন্যদের নিয়ে ভাবিনা তেমনি অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে তাও চিন্তা করিনা। আমি বিশ্বাস করি কাজ করে গেলে সাফল্য আসবেই।
বিজনেসটুডে২৪ঃ নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
অশ্রু চৌধুরীঃ আমি খোদার উপর বিশ্বাসী। খোদা যদি কপালে রাখেন তাহলে অবশ্যই জয়ী হবো। জনসমর্থনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি। তবে আমার বিশ্বাস ভালোভাবে কাজ করে গেলে ও খোদার ইচ্ছা থাকলে বিজয় আমার হবেই।