Home Third Lead ড্রেজিং করে ৫ দিন পর হাড়বাড়িয়ায় জাহাজ

ড্রেজিং করে ৫ দিন পর হাড়বাড়িয়ায় জাহাজ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মোংলা: হোপার ড্রেজার দিয়ে চলাচল পথের গভীরতা বৃদ্ধি করে ৫ দিন পর ফিউচার ও পাইওনিয়র ড্রিমকে হাড়বাড়িয়া বয়ায় আনা হয়েছে মঙ্গলবার।

পানামা পতাকাবাহী এমভি সিএস ফিউচার এবং টোভ্যালু পতাকাবাহী এমভি পাইওনিয়র ড্রিম মঙ্গলবার হাড়বাড়িয়ায় নোঙর করেছে বলে জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।

চ্যানেলে গভীরতা কম থাকায় জাহাজ দু’টি ৫ দিন ধরে আউটার বারে নোঙর করে ছিল। ৩ অক্টোবর একটি হোপার ড্রেজার পাঠিয়ে সেখানে খনন করে গভীরতা বৃদ্ধি করা হয়। এরপর ফিউচার ও পাইওনিয়র ড্রিমকে হাড়বাড়িয়ায় আনা হয়েছে।

কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, আউটার বারে জাহাজ দুটি থেকে বেশকিছু পণ্য লাইটারিং করা হয়েছে। চলাচল পথের গভীরতা বাড়ানো হয়েছে ড্রেজিং করে। মঙ্গলবার বিকেলে ফিউচার হাড়বাড়িয়া-১০ এবং পাইওনিয়র ড্রিম হাড়বাড়িয়া-১১ বয়ায় নোঙর করেছে। এখানে জাহাজ দু’টির পণ্য বার্জে লাইটারিং করা হচ্ছে।

২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে এমভি সিএস ফিউচার এবং ১ অক্টোবর ১১ হাজার মেট্রিক টন সিরামিক পণ্য নিয়ে এমভি পাইনিয়র ড্রিম আউটার বারে পৌঁছে।