Home ব্যাংক-বিমা ডয়চে ব্যাংক বাংলাদেশে প্রতিনিধি অফিস খুলবে

ডয়চে ব্যাংক বাংলাদেশে প্রতিনিধি অফিস খুলবে

সৈয়দ নওশাদ জামান

বিশ্বব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশে প্রতিনিধি অফিস খুলবে জার্মানির ডয়চে ব্যাংক। নতুন বাজারে প্রবেশের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডয়চে ব্যাংকের আঞ্চলিক কার্যক্রমের পরিধি ১৫টি বৈচিত্র্যপূর্ণ বাজারে সম্প্রসারিত হবে।

ডয়চে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়ে  বলা হয়, বাংলাদেশে ব্যাংকটির ব্যবসায়ে নেতৃত্ব দেওয়ার জন্য সৈয়দ নওশাদ জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। সৈয়দ নওশাদ জামান এর আগে বাংলাদেশে কমার্স ব্যাংক প্রতিনিধি অফিসের ডেপুটি হেড হিসেবে কর্মরত ছিলেন।