বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমির নির্বাচিত হয়েছেন।
২০১০ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মত হেফাজতের সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে রবিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়েছে। তিনি দীর্ঘ ২৭ বছর এম ই এস কলেজে অধ্যাপনা করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।
উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন। মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।