বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ভরা বর্ষা মৌসুম চললেও খরতাপে পুড়ছে প্রায় সর্বত্র। আকাশে মেঘ নেই। গত কয়েক দিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির দেখা নেই। কেন এমন অবস্থা? এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফাতিমা আকতার বলেন, ‘আমাদের এভরি এয়ার ওশানে একটা সিস্টেম তৈরি হয় যেটাকে আমরা লা-লীনা বলি। এই ওশানের ফ্লোটা ছয়-সাত বছরে বেড়ে যায়। এখন এইটা (ফ্লো) অস্ট্রেলিয়ার দিকে অবস্থান করছে যার কারণে জলীয় বাষ্পটা আমাদের দেশের দিকে আসছে না। অথচ এ সময়টায় আমাদের এইদিকে থাকার কথা ছিল। দক্ষিণা যে বাতাসটা জলীয়বাষ্প নিয়ে সেটা এখন বাধাপ্রাপ্ত হচ্ছে যার কারণে আমরা পর্যাপ্ত মরচার (জলীয়বাষ্প) পাচ্ছি না ওই কারণে বৃষ্টিপাতও হচ্ছে না।’ এটা একটা এন্যুয়াল (বছর) প্রক্রিয়ার পার্ট বলে উল্লেখ করেন এই আবহাওয়া বিজ্ঞানী।
তিনি আরও বলেন, ‘আমরা তো এখন গ্লোবাল টেম্পারেচার রাইজিং ট্রেন্ডে আছি। সেটার একটা প্রভাব আছে।’
২০১৫ সালের পর থেকে দেশে উষ্ণতা বৃদ্ধির প্রবণতা বেড়েছে বেশি। তবে চলতি বছর তা অনান্য বছরের চেয়ে বেশি হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি তাপমাত্রার এমন আচরণের বিষয়ে আবহাওয়াবিদ মোনোয়ার হোসেন জানান, তাপমাত্রা আগের চেয়ে কমেছে। তবে আগামী বুধবার বৃষ্টির সম্ভবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে বলে আশা করছি।