Home অন্যান্য ঢাকার ২৫স্থানে হাত ধোয়ানো কর্মসূচির উদ্বোধন

ঢাকার ২৫স্থানে হাত ধোয়ানো কর্মসূচির উদ্বোধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৫টি স্থানে পথচারীদের হাত ধোয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে এই কর্মসূচি নেয়া হয়েছে।

ডিএনসিসি’র নবনির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে  কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির উদ্বোধনকালে আতিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে, হাত ধোয়া। মূলত পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। পথচারী এবং বাসযাত্রীরা এ সব স্থানে হাত ধুতে পারবেন। এজন্য সাবান ও পানি ডিএনসিসি থেকে সরবরাহ করা হবে।