বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাতা: ঢাকায় করোনা আক্রান্তদের ৬৮ শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে।
আান্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আসিডিডিআরবি) এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির এক মূল্যায়নে এ চিত্র উঠে এসেছে বলে বৃহস্পতিবার (১৭ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ফলে রাজধানীতে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণের যে শঙ্কা করা হচ্ছিল সেটি আরো ঘনীভূত হলো।
মে মাসের শেষ সপ্তাহ ও জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে৬৮ ভাগের ক্ষেত্রেই করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে জুনের প্রম সপ্তাহে প্রকাশিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক গবেষণায় দেখা গেছে পরীক্ষিত নমুনার মধ্যে চার-পঞ্চমাংশই করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। গত ১৬ই মে’র পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে করোনা ভাইরাসের ৫০টি নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করে ৮০ শতাংশের মধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্ট পাবার কথা জানায় প্রতিষ্ঠানটি।