বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম:মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে খুন হওয়া আশিকুর রহমান রোহিত (২০) হত্যা মামলায় ঢাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, রবিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকার কদমতলী মাদারটেক থেকে মহিউদ্দিন(৩৫) এবং মো.সাইফুল ইসলাম বাবুকে (২১) একই দিন রাত ২টার দিকে ঢাকার মীরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
হত্যার শিকার ছাত্রলীগ কর্মী রোহিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছিলেন। এই হত্যায় জড়িত মহিউদ্দিন, সাবু ও বাবু নগরের আলোচিত কিশোরগ্যাং লিডার নুরুল মোস্তফা টিনুর অনুসারী। এলাকায় মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বাকলিয়া ডিসি রোড সংলগ্ন চান মিয়া মুন্সী লেইনের মা মনি ক্লাবের কার্যক্রম নিয়ে রোহিতদের সঙ্গে মহিউদ্দিন, সাবু ও বাবুদের ‘বিরোধ’ ছিল। ক্লাবের পক্ষ থেকে মাদকবিরোধী পোস্টার লাগানোর জেরে এ ঘটনার কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ থেকে ফেরার পথে বাকলিয়া থানাধীন দেওয়ান বাজারের কেডিএস গলিতে ছুরিকাঘাতে আহত হন রোহিত। ঘটনার পর টহলকারী পুলিশের একটি দল রোহিতকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন। গত শুক্রবার ১৫ই জানুয়ারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহিত মারা যান। এই ঘটনায় নিহত রোহিতের বড়ভাই জাহেদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।