বাংলাদেশের আন্তর্জাতিক ভ্রমণকারী বৃদ্ধির প্রবণতার পরিপ্রেক্ষিত এমিরেটস ঢাকা ও দুবাইয়ের মধ্যে নতুন আরও একটি ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে।
সোমবার আমিরাতে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদ আব্দুল্লা মিরন জানান, ‘৪২ টি বাণিজ্যিক ও ৩১০টি অর্থনীতি শ্রেণীর আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০-এর চতুর্থ এই ফ্লাইট আগামী ১ জুন, ২০২০ সালে চালু হবে। বিদেশী এয়ারলাইন্সে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে আমিরাতে বাংলাদেশের বিমান ভ্রমণকারীদের যাতায়াত সর্বোচ্চ। দুবাই-ঢাকা-দুবাই-এর মধ্যে বর্তমানে তিনটি ফ্লাইট চালু রয়েছে।
চতুর্থ ফ্লাইট ইকে ৫৮৮ দুবাই ত্যাগ করবে ২২:৩০ টায় এবং ঢাকা পৌঁছবে পরদিন বেলা ৫: ৩০টায় । ফেরত ফ্লাইট ইকে ৫৮৯ ঢাকা ত্যাগ করবে ৮টায় এবং দুবাই পৌঁছবে ১১টায়।
সাইদ আবদুল্লাহ বলেন, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করেিএমিরেটস এই নতুন ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।
৩৩ বছর যাবত এমিরেটস ঢাকার মধ্যে বিমান সার্ভিস চালু রয়েছে। এর মধ্যে ১৯৮৬ সাল থেকে দুটি সাপ্তাহিক ও যাত্রী চাহিদা মেটাতে ২০১৩ সাল থেকে তিনটি দৈনিক সার্ভিস চালু হয়। গত ৩৩ বছর যাবত ৯.৯ মিলিয়ন যাত্রী দুবাই এবং ঢাকায় বিমান চলাচল করছে।
সূত্র: বাসস