বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন বিকেল থেকে শুরু হবে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন সোমবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ বুধবার রাত বারোটা (১১:৫৯মিনিট)পর্যন্ত।
এছাড়া টাকা জমা দেয়ার শেষ তারিখ পহেলা এপ্রিল বৃহস্পতিবার রাত বারটা (১১:৫৯ মিনিট) পর্যন্ত।
ভর্তি কমিটি এর আগে উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় এইসব সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সে অনুযায়ী এবার আবেদন করতে হবে অনলাইনে। আর ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।