বিজনেসটুডে২৪ ডেস্ক
আইসিএমআরের কোভিড টেস্টিং থেকে ৮ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গিয়েছে! এমনই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ডার্ক ওয়েবে এক হ্যাকার দাবি করে, তার কাছে ৮ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য রয়েছে। আইসিএমআরের কাছ থেকে নাকি সেই সব তথ্য হাতিয়েছে সে। জানা গিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
রিপোর্ট অনুযায়ী, হ্যাক হওয়া তথ্যের মধ্যে নাগরিকদের ফোন নম্বর, ঠিকানা রয়েছে। এদিকে এই তথ্য চুরির বিষয়টি অস্বীকার বা স্বীকার করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। তবে এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই বিষয়টি খতিয়ে দেখতে সরকারের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার একটি সাইবার সুরক্ষা সংস্থার নজরে প্রথমবার এই ডেটা চুরির বিষয়টি আসে বলে জানা গিয়েছে।
গত জুন মাসে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, কোউইন অ্যাপ থেকে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। যদিও সেই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। কোউইনকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে তিনি দাবি করেছিলেন। পাশাপাশি, তিনি দাবি করেন, টেলিগ্রামে যে তথ্য ফাঁস হয়েছে, তার সঙ্গে কোউইনের কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত, ২০২১ সালেও একবার দাবি করা হয়েছিল যে কোউইন হ্যাক করা হয়েছে এবং ১৫ কোটি ভারতীয় নাগরিকের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। যদিও পরে সেই দাবি ভুয়ো বলে দাবি করা হয়েছিল।