মাসুদ লস্কর, হবিগঞ্জ থেকে: ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে প্রায় এক দশক আগে নির্মিত
স্টিল ফুটওভার ব্রিজ দিয়ে পথচারীরা রাস্তা পারাপার হন না। তারা সড়কের ওপর দিয়ে সোজা এপার থেকে ওপারে চলে যান। এখন প্রশ্ন উঠেছে যে আদৌ ফুট ওভার ব্রিজটি তৈরির প্রয়োজন ছিল কি না সেটা নিয়ে।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল মোস্তফা শহীদ ২০১২ সালে ব্রিজটি উদ্বোধন করেন।
রতনপুর স্ট্যান্ডের চা দোকানদার মফিজ মিয়া জানান, হাজারবার বললেও পথচারীরা এ ব্রিজ ব্যবহার করেন না । তারা দ্রুত রাস্তা পারাপারের জন্য নিচ দিয়ে চলে যান। এতে দুর্ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে।
এক পথচারী বললেন, ব্রিজ দিয়ে ওপারে যেতে কষ্ট হয়। তাড়াতাড়ি চলে যাই সরাসরি।