বিজনেসটুডে২৪ ডেস্ক
মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ করায় ১৯ বছর বয়সী মে কেয়াল সিন নামের এক তরুণীকে রাস্তায় গুলি করে মারা হয়েছে। কবর দেওয়া হয়েছিল তাকে।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে চলছে বিক্ষোভ। এ বিক্ষোভে সামনের সারিতেই ছিলেন মে কেয়াল সিন। তার পরনের টি-শার্টের লেখা ছিল এভরিথিং উইল বি ওকে। এ লেখাসহ সিনের একটি ছবি রাতারাতি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি হয়ে ওঠেন আন্দোলনের মুখ। এরপরই এক মিছিলে সিনকে লক্ষ্য করে গুলি চালায় দেশটির নিরাপত্তাবাহিনী।
সিএনএন জানিয়েছে তাদের হাতে কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ এসেছে। সেখানে দেখা গেছে, সিনের লাশ দাফন করার কয়েক ঘণ্টা পর কবরস্থানে হাজির হয় সেনাবাহিনী। তারা কবর খুঁড়ে লাশ বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। যাওয়ার আগে খালি কবরটি সিমেন্ট দিয়ে ভরাট করে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের আলো ফোটার ঠিক আগে আগে এ ঘটনা ঘটে।