দিল্লি: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ভারতে তাঁর বসবাসের সরকারি অনুমতি পুনর্নবীকরণের ইতিবাচক অগ্রগতির খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার তসলিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বার্তায় অমিত শাহের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। যা তাঁর আবাসিক পারমিট পুনর্নবীকরণের বিষয়ে স্বস্তি প্রকাশের ইঙ্গিত দেয়। তিনি লিখেছেন, ‘এক পৃথিবী ধন্যবাদ’, এবং সঙ্গে হাত জোড় করা ইমোজি যুক্ত করেন।
এর আগে সোমবার তসলিমা একটি জরুরি মেসেজে তাঁর উদ্বেগ প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি অনুরোধ করেন তাঁর বসবাসের অনুমতি বাড়ানোর জন্য। নাসরিন ভারতে ২০ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন এবং এই দেশটিকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছেন।
তসলিমা ওই পোস্টে আরও উল্লেখ করেন, ‘প্রিয় অমিত শাহজি নমস্কার। আমি ভারতে থাকি কারণ আমি এই মহান দেশটিকে ভালোবাসি। গত ২০ বছর ধরে এটি আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক ২২ জুলাই থেকে আমার বসবাসের অনুমতির মেয়াদ বাড়াচ্ছে না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি খুব চিন্তিত। আপনি যদি আমাকে থাকতে দেন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ হব। উষ্ণ শুভেচ্ছা।’