বিজনেসটুডে২৪ ডেস্ক
২৫ বছরে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। এ পর্যন্ত বিধ্বংসী ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে।রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে।
কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে, পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনেই ২৬ টা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। রাস্তা মাঝখান থেকে দু’ভাগ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেইসব একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে কম্পনের ভয়াবহতা যে কতটা তীব্র ছিল তা বোঝা যাচ্ছে।
তেমনই একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঝাঁ চকচকে আবাসনের সামনের দিকে পুরোপুরি হেলে গিয়েছে। আশপাশ থেকে ধুলো উড়ছে। আবার অপর একটি ভাইরাল ভিডিওতে বিশাল বড় বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে গেলে যেমন ধুলোর ঝড় ওঠে, তেমনটাই হতে দেখা যায়। আতঙ্কে এদিক ওদিক ছুটে চলেছেন বাসিন্দারা।
হুয়ালিয়েন শহর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভূমিকম্পের জেরে থমকে গিয়েছিল তাইওয়ানের মেট্রো পরিষেবা। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ফের চালু করা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে সকলকে সতর্ক করা হয়েছে। গ্যাস লিক করছে কিনা, তা নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, জাপানের মৌসম বিভাগ ইতিমধ্যেই সুনামির লাল সতর্কতা জারি করেছে। জাপানের বন্দর শহরগুলিতে তিন মিটার উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মিয়াকোজিমা দ্বীপ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি দশকের মধ্যে তাইওয়ানে এটা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ১৯৯৯ সালের পর এই প্রথম এত জোরাল কম্পন অনুভূত হল। অর্থাৎ ২৫ বছরে এটাই সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প।