নয়াদিল্লি: তাজমহলের ৫০০ মিটারের মধ্যে কোনও ব্যবসায়িক কার্যকলাপ নয়। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট(Supreme Court)।
বিচারপতি সঞ্জয় কিসান কাউল এবং এএস ওকা’র বেঞ্চ আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে জানিয়েছে, তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য সচেতন হতে হবে। পরিবেশবিদ এমসি মেহতা তাজমহলের সুরক্ষার লক্ষ্যে একটি মামলা করেছিলেন। এমনিতেই তাজমহলের ৫০০ মিটার বৃত্তের মধ্যে কোনও নির্মাণকাজ নিষিদ্ধ। এমনকি চারপাশ দিয়ে গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।