বিজনেসটুডে২৪ ডেস্ক
হিজাব-বিরোধী আন্দোলনে এখনও উত্তাল ইরান । ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সপ্তাহ দুয়েক আগেই অবশ্য এই হিজাব আইনে বদলের ইঙ্গিত দিয়েছিল প্রশাসন। এদিকে এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য সেদেশের এক নামী ফুটবলারকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর খবরও রটেছিল। এমন অগ্নিগর্ভ সময়ে এবার ইরানের অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করল পুলিশ। কারণ তিনি সরকার-বিরোধী এই আন্দোলনে সামিল হয়েছিলেন।
ধৃত অভিনেত্রীর নাম তারানেহ আলিদুস্তি । সেদেশের অস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করেছিলেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। ইরানের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দেশ-বিদেশের সিনেমাপ্রেমীদের মধ্যেও তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। সম্প্রতি আন্দোলনকারীদের সমর্থনে একটি পোস্ট করেছিলেন তিনি।
গত ৮ ডিসেম্বর ইরানে এই আন্দোলনে প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেদিনই সোশ্যাল মিডিয়ায় হিজাব-বিরোধী আন্দোলনের সমর্থনে তারানেহ আলিদুস্তি স্বর তোলেন। মনে করা হচ্ছে এই পোস্টের জেরেই তাঁকে গ্রেফতার করেছে ইরান সরকার। ১৭ ডিসেম্বর, শনিবার তাঁকে বন্দি করেছে পুলিশ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইরান সরকারের মুণ্ডুপাত শুরু করেছেন তারানেহ-র অনুরাগীরা। ইরানের আন্দোলনকারীরাও পিছিয়ে নেই। সবমিলিয়ে সেদেশের অগ্নিগর্ভ অবস্থা ক্রমশ আরও ভয়ঙ্কর হচ্ছে।