Home সারাদেশ গায়ে তালগাছ পড়ে প্রাণ গেল কুয়ারী বেগমের

গায়ে তালগাছ পড়ে প্রাণ গেল কুয়ারী বেগমের

হাসপাতালে প্রাণহীন কুয়ারী বেগমের দেহ
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা থেকে: সদর উপজেলায় তালগাছ গায়ে পড়ে কুয়ারী বেগম (২৫) নামে এক গৃহবধূর  মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আহত কুয়ারী বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুয়ারী বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার গ্রামের ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদ্রাসা এলাকার সাহাবুলের স্ত্রী।
নিহতের প্রতিবেশি উদ্ধারকারী হাসান আলী জানান, দুপুরে রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে যাচ্ছিলেন কুয়ারী বেগম। এসময় বাড়ির উঠানে থাকা পচা তালগাছ কুয়ারী বেগমের গায়ের উপর পড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি।
চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অতিকুর রহমান পরিবারের বরাত দিয়ে বলেন,  বাড়ির উঠানে থাকা পচা তালগাছ ভেঙ্গে গায়ে পড়ে আহত হয়। পরে আমরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, পরিক্ষা-নিরিক্ষার পর কুয়ারী বেগমকে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাথার পিছনে আঘাত ছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, পচা তালগাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।