Home জাতীয় তালিকাভুক্ত কোম্পানির কর ২০% করার প্রস্তাব

তালিকাভুক্ত কোম্পানির কর ২০% করার প্রস্তাব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আসন্ন বাজেটে তালিকাভুক্ত কোম্পানির করহার কমিয়ে ২০ শতাংশ করার জন্য এনবিআরকে সুপারিশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে এনবিআরের প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব বলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছায়েদুর রহমান।

তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ, শেয়ারবাজারের প্রতিটি লেনদেনের ওপর কর হার শূন্য দশমিক ০১৫ করা হোক। এ সময় অপ্রদর্শিত আয় ৫ শতাংশ কর প্রদান করে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আরও এক বছর মেয়াদ বাড়ানোর দাবি জানান তিনি।

এসময় আলোচনায় অংশ নিয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, ব্যাংকিং খাতের ওপর দেওয়া ৪০ শতাংশ কর হার বিশ্বের অন্যান্যদের চেয়ে বেশি।

শেয়ারবাজারে অতালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার ১৫ শতাংশ করার এবং নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়। এছাড়া বিমা খাতে কর্মসংস্থান বাড়াতে এজেন্টদের ওপর ৫ শতাংশ এআইটি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু মো. রহমাতুল মুনিম বলেন, এনবিআর সবার কাছেই প্রস্তাবনা নিয়ে একত্রে সিদ্ধান্ত নেবে। রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে আমরা কাজ করছি। এক্ষেত্রে সবার সহায়তা প্রয়োজন।

প্রাক বাজেট আলোচনায় এনবিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।